মানুষের চামড়ার তৈরি বইয়ের মলাট!

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 29, 2024, 2:29 p.m.
মানুষের চামড়ার তৈরি বইয়ের মলাট!

যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে দীর্ঘ ৯০ বছর ধরে সংরক্ষিত ছিল মানুষের চামড়া দিয়ে তৈরি একটি বইয়ের মলাট।২০১৪ সালে এক ব্লগ পোস্টে হার্ভাড বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, একটা সময় মানুষের চামড়া দিয়ে বই বাঁধাই করা হতো এবং এটি একটি স্বাভাবিক বিষয় ছিল।ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছিল, এই বইটির প্রথম মালিক ছিলেন লুডোভিক বোল্যান্ড নামের এক চিকিৎসক। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারীর চামড়া দিয়ে বইটি বাঁধাই করেছিলেন। ওই নারী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আর লুডোভিক বোল্যান্ড ওই হাসপাতালে কাজ করতেন। সেখান থেকেই তিনি নারীর চামড়াটি সংগ্রহ করেন।


আরও পড়ুন