বাংলাদেশের মেগা প্রকল্প দেখে অবাক বিশ্বব্যাংক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 25, 2024, 12:08 p.m.
বাংলাদেশের মেগা প্রকল্প দেখে অবাক বিশ্বব্যাংক

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলো নতুন কিছু নয়। বাংলাদেশ যেভাবে সমস্যা মোকাবিলা করছে তারা (বিশ্ব ব্যাংকের  এর আগে শনিবার রাতে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। তার সঙ্গে এসেছেন  বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। মেগা প্রোজেক্টের ব্যয় বহন করতে গিয়ে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, এটিকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘এট নিয়ে তো কাজ শুরু হয়েছে। সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করতে হবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে না।


আরও পড়ুন