মা-মেয়েসহ সিলেটে সড়কে গেল ৬ জনের প্রাণ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 18, 2024, 3:09 p.m.
মা-মেয়েসহ সিলেটে সড়কে গেল ৬ জনের প্রাণ

দরবস্ত থেকে হরিপুরের দিকে আসা একটি গরু বোঝাই পিকআপ ট্রাকের সাথে চিকনাগুল থেকে মোকামপুঞ্জি এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এত শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হন। সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে গরুবোঝাই পিকআপ-যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে, শাশুড়ি-বউসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দরবস্তে এ দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার মুখোমুখি সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে।


আরও পড়ুন