গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 27, 2024, 1:31 p.m.
গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা ও গণহত্যা অব্যাহত রয়েছে। ৫ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে চলছে বর্বর আগ্রাসন। সেখানে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দুর্ভিক্ষ-অনাহার। ইসরায়েলের সৃষ্ট এ দুর্ভিক্ষে ১৫ বছরের এক কিশোরসহ অন্তত ২০ ফিলিস্তিনি মারা গেছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।এদিকে জাতিসংঘের একজন কূটনীতিক জানিয়েছেন, সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় অবিলম্বে একটি অস্থায়ী যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি সংশোধিত খসড়া প্রস্তাব বিলি করেছে। ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে আরব বিশ্বে। ঠিক এই সময়ই এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা। গেল ৫ মাস ধরে চলমান এই যুদ্ধে রমজানেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজা উপত্যকায়।ফিলিস্তিনের গাজায় গত পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ১৩ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, মাত্র এক মাসের ব্যবধানে উত্তর গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ক্ষুধা ও অপুষ্টিতে কাতর এই শিশুদের অনেকেরই শরীরে কান্না করার মতো পর্যাপ্ত শক্তিও অবশিষ্ট নেই। 


আরও পড়ুন