শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: April 3, 2024, 3:36 p.m.
শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক

গত রোববার নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি।গত রোববার নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি।এবারে মিতিন মাসির সিনেমাটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। এর নাম রাখা হয়েছে ‘একটি খুনির সন্ধানে।’ এবারো মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে।


আরও পড়ুন