পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Sept. 3, 2024, 5:44 p.m.
পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

 

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।

 

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বাংলাদেশ জননেত্রী পরিষদ’ এর সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও জন্মদিন পালনসহ মানহানির মোট পাঁচটি মামলায় খালাস আবেদন করেছিলেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

 

মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘বাদীরা কোনোদিন আদালতে আসেনই নি। বাদী মারা গেছেন চার বছর আগে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি।’ সরকারের প্রভাবে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি।

 

বেগম খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এসব মামলায় আজ চার্জ শুনানির দিন ধার্য ছিল। বাদী পক্ষ হাজির না হওয়ায় আমরা খালাস চেয়ে আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে এসব মামলা থেকে খালাস দেন।


আরও পড়ুন