প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 28, 2024, 5:01 p.m.২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এ ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। এই ইউনিটে মোট অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর সংখ্যা ছিল ১ লক্ষ ২ হাজার জন। উক্ত ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। বিজ্ঞান ইউনিটে' ১ হাজার ৮৫১ টি আসনের বিপরীতে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।যেভাবে জানা যাবে পরীক্ষার ফল: পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week