বুধবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।বৃহস্পতিবার তাকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের হেড কোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। ব্রাজিল ফটুবল অবশ্য দরিভালের চুক্তির মেয়াদ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি। তবে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই এই দায়িত্ব সামলাবেন তিনি।গত বছর ব্রাজিলের ঘরোয়া ক্লাব সাউ পাউলোকে কোপা দো ব্রাজিলের শিরোপা জিতিয়েছেন ৬১ বছর বয়সী দরিভাল। তার আগে ফ্লেমেঙ্গোকে কোপা দো ব্রাজিলের পাশাপাশি জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেসও। নতুন দায়িত্বে তার অভিষেক হতে যাচ্ছে মার্চে। তখন প্রীতি ম্যাচে ইংল্যান্ড আর স্পেনের মুখোমুখি হবে সেলেসাওরা।বর্তমানে ব্রাজিলের ফুটবল মাঠে ও মাঠের বাইরে কঠিন সময় পার করছে, এমন সময়ে নেইমারদের দায়িত্ব নিতে যাচ্ছেন দরিভাল। ইনজুরিতে বিপর্যস্ত পুরো দল। যার মধ্যে অন্যতম নেইমার। তা ছাড়া বিশ্বকাপ বাছাইয়েও তাদের অবস্থান এখন ছয় নম্বরে। নতুন করে যোগ হয়েছে ফুটবল ফেডারেশনের নেতৃত্ব নিয়ে আইনি লড়াই। গত ডিসেম্বরে একটি কোর্টের রায়ে সরে যেতে হয়েছিল প্রেসিডেন্ট রদ্রিগেজকে। গত সপ্তাহে হাই কোর্টের রায়ে আবার পদ ফিরে পেয়েছেন তিনি। পদ ফিরে পেয়েই নতুন কোচ নিয়োগ দিয়েছেন তিনি।এতদিন ব্রাজিল ফুটবল ফেডারেশন আশায় ছিল ২০২৪ সালের মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির মেয়াদ শেষ হলে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে। এ ভরসায় গত জুলাইতে ফার্নান্দো দিনিজের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চুক্তি করে নিয়েছিল সিবিএফ।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week