চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন ফের চালু হতে যাচ্ছে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 1, 2024, 2:07 a.m.
চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন ফের চালু হতে যাচ্ছে

ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল চট্টগ্রাম-কক্সবাজার রুটের একমাত্র বিশেষ ট্রেন 'কক্সবাজার স্পেশাল'। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ আবারও ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেয়। কিন্তু ঈদের ছুটি শেষে কয়েকদিন চলার পরই পুনরায় বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন  পূর্বাঞ্চল রেলের কর্মকর্তারা

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি পুনরায় চালানোর পরিকল্পনা রয়েছে, তবে এটি নিয়মিত ট্রেন হিসেবে চলবে না। ১০ থেকে ১২ দিন চলাচলের পর আবার বন্ধ করা হবে। ট্রেনটি বারবার বন্ধ করার কারণ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ লোকোমোটিভ ইঞ্জিন ও লোকো মাস্টারের সংকটকে দায়ী করছে।

এদিকে, ট্রেনটি বারবার বন্ধ হওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বাস মালিকদের চাপে ট্রেনটি বন্ধ করা হচ্ছে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল ৭টায় ট্রেনটি ছেড়ে কক্সবাজার পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় রাত ১০টায়। মোট ১০টি বগিতে ৪৩৮টি আসন রয়েছে। শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা এবং প্রথম শ্রেণির জন্য ১৮৫ টাকা। কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ এবং ৩৪০ টাকা।

দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পটি ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে এবং মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের কাজ মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ ডিসেম্বর থেকে 'কক্সবাজার স্পেশাল' ট্রেনটি চালু করা হয়।


আরও পড়ুন