রামপুরায় গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ মামলা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 2, 2024, 7:41 p.m.
রামপুরায় গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ মামলা

রাজধানীর রামপুরার বনশ্রীতে গৃহকর্মী আসমা বেগমের মৃত্যুর ঘটনায় তিনটি মামলা হয়েছে। নিহতের ছেলে, পুলিশ ও বাসার মালিকের চালক বাদী হয়ে রামপুরা থানায় এই পৃথক মামলা করেন।

এক একটি অপমৃত্যুর মামলা। বাকি দুটিতে হাজারের ওপর অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

 

তিনি জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে আমিসহ আহত হন পুলিশের ৩ সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে তিনটি মামলা হয়েছে। অপমৃত্যুর মামলার বাদী হয়েছেন নিহত আসমার ছেলে আজিজুল।


আরও পড়ুন