যশোরে মানসিক রোগীর মর্মান্তিক মৃত্যু নূরুল ইসলামের!

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 24, 2024, 3:05 p.m.
যশোরে মানসিক রোগীর মর্মান্তিক মৃত্যু নূরুল ইসলামের!

যশোর চিকিৎসা নিতে গিয়ে ক্লিনিকের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার শিকার মো. নূরুল ইসলাম (৪০) যশোর সদর উপজেলার কেফায়েত নগর গ্রামের বাসিন্দা।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন নূরুল। শুক্রবার (২৪ মে) সকালে, তার মা ও ভাই তাকে যশোর সদর হাসপাতালের সামনে অবস্থিত মর্ডান ক্লিনিকে ডা. সালেহ মীরের চেম্বারে নিয়ে যান। চিকিৎসার অপেক্ষায় থাকাকালীন, নূরুল ইসলাম সবার অগোচরে ছাদে উঠে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যান।

চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায়, স্তম্ভ হয়ে যান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নূরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা, মানসিক রোগীদের চিকিৎসা ও তত্ত্বাবধানের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে ধরেছে। মানসিক রোগীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।


আরও পড়ুন