প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Aug. 1, 2024, 2:37 p.m.ইন্টারনেট বন্ধের কারণে দেশের ই-কমার্স ও এফ-কমার্স খাতে প্রতিদিন অন্তত ১২০ কোটি টাকার লোকসান হচ্ছে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) বুধবার (৩১ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত ১৩ দিনে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ই-ক্যাবের সভাপতি শামি কাইজার জানান, প্রথম ১০ দিনে ক্ষতির পরিমাণ ছিল ১,৪০০ কোটি টাকা। ইন্টারনেট বন্ধের ফলে ধীর গতি ও সামাজিক মাধ্যমের দীর্ঘ সময়ের অপ্রাপ্যতা ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি করেছে।
তিনি আরও বলেন, দেশে ২০ লক্ষ উদ্যোক্তা ইন্টারনেটের উপর নির্ভরশীল এবং ৫ লক্ষেরও বেশি ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা রয়েছেন। সাপ্লাই চেইনে আরও ৮ লক্ষ মানুষ যুক্ত আছেন। ফেসবুক চালু করার জন্য সরকারের প্রশংসা করে কাইজার ইন্টারনেট পরিষেবা শীঘ্রই স্বাভাবিক করার দাবি জানান।
তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ঋণ প্রদানের সুপারিশ করেন এবং মেটার সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপনের অর্থ ফেরত নেওয়ার অনুরোধ জানান। এছাড়া, বিজ্ঞাপন ভ্যাট প্রত্যাহার ও ট্রেড লাইসেন্সের পুনর্নবীকরণ ফি মওকুফের দাবি জানান।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week