জাবির ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 22, 2024, 3:25 p.m.
জাবির ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘এ’ ইউনিটের মাধ্যমে  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা। প্রতিবারের মতো এবারও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নানা বিধি নিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের মানতে হবে কিছু নির্দেশনা। প্রতি বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ- উল-হাসান জানান, 'পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।'ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রক্টরিয়াল বডি, ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে থাকবেন।


আরও পড়ুন