প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 16, 2024, 1:39 p.m.অ্যান্টিগুয়া, ১৫ জুন: শনিবার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নেমে নামিবিয়ার ওপেনার নিকোলাস ডেভিন ইতিহাস গড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হয়েছেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১২২ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তুলতে পারে নামিবিয়া।
নামিবিয়ার ইনিংসের ৫.৫ ওভারে ডেভিন ১৮ রান করে রিটায়ার্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। এই ঘটনার মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে রিটায়ার্ড আউটের খাতায় নাম লেখান ডেভিন। তার জায়গায় মাঠে নামেন ডেভিড ভিসা। ম্যাচ শেষে ভিসা জানান, ডেভিনের রিটায়ার্ড আউট দেখে তিনি অবাক হয়েছেন।
"আমিও অবাক হয়েছি। এটা প্রত্যাশায় ছিল না। আর তিন-চার ওভার বাকি ছিল আর প্রথা অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচে ইমপ্যাক্ট রাখার সময়ও তখনই।" - ডেভিড ভিসা
এমসিসি'র ২৫.৪.৩ ধারায় রিটায়ার্ড আউট সম্পর্কে বলা আছে, "২৫.৪.২ ধারা (অসুস্থতা, চোট কিংবা অন্য কোনো অনিবার্য কারণ) ব্যতীত কোনো ব্যাটসম্যান যদি অন্য কোনো কারণে অবসর নেন, তাহলে শুধু প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি সাপেক্ষেই সেই ব্যাটসম্যান পুনরায় ইনিংস শুরু করতে পারবেন। যদি তিনি ইনিংস পুনরায় শুরু না করেন, তবে সেটি রিটায়ার্ড আউট হিসেবে নথিবদ্ধ হবে।"
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউটের ঘটনা খুব বেশি নেই। নিকোলাস ডেভিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তিনজন রিটায়ার্ড আউট হয়েছেন। আর ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হলেন ডেভিন। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও মাহেলা জয়াবর্ধনে দুইজনই রিটায়ার্ড আউট হয়েছিলেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week