টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Nov. 4, 2023, 4:09 p.m.
টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে শেষ চার দেখার সবটিতেই জয়, এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবিলেও ধরে রেখেছে নিজেদের শক্ত অবস্থান। সব মিলিয়েই আহমেদাবাদে এগিয়ে রাখতেই হবে অস্ট্রেলিয়াকে

না হারের সম্মুখীন হয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ইংলিশরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এইরকম পরিণতি মেনে নিতে বেশ কষ্টই হয়েছে ক্রিকেট বিশ্বকে। অপরদিকে ৮ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে থেকে সেমিতে এক পা দিয়েই রেখেছে বলা যায় অস্ট্রেলিয়া।

আহমেদাবাদে নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আজ মুখোমুখি হচ্ছে এই দু’দল। কাগজে-কলমের হিসেবে আনুষ্ঠানিকভাবে সেমির রেস থেকে বাদ না পড়লেও ইংলিশদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ইতিমধ্যে প্রায় শেষই বলা যায়। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৮, সেখানেও অন্যান্য দলের সাথে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে থাকবে জস বাটলারের দল।

অপরপক্ষে সেমিতে জায়গা নিশ্চিত করার সুযোগ আজ অজিদের হাতে। আজকের ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। তাই নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়তে নামবে তারা।

 


আরও পড়ুন