প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 21, 2024, 12:09 p.m.টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক এ দণ্ডাদেশ দেন। এলেঙ্গা পৌরসভা এলাকা পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টাকালে আল আমিনকে ২১ দিন ও মহির উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এলেঙ্গা পৌরসভা এলাকায় পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টাকালে ওই দুজন ব্যক্তিকে নকলসহ হাতেনাতে ধরা হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week