প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 13, 2024, 3:29 p.m.বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী আজ একটা আবেদন জানিয়েছেন, বিশেষ করে উনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন যে, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির যে টাকা, সেটি নিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week