প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 6, 2024, 11:17 a.m.প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি ছিল আইসিসির দুই সহযোগী দল উগান্ডা ও পাপুয়া নিউগিনি। যে জিতবে তারাই পাবে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা। এমন সমীকরণের ম্যাচে খেলতে নেমে ইতিহাস গড়েছে উগান্ডা। বিশ্বকাপে নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয়ের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। ইতিহাস গড়েছেন উগান্ডার অফস্পিনার ফ্র্যাঙ্ক এনসুবুগাও।
১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক তার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলের হয়ে তিনি খেলতে নেমেছিলেন, সেই দের অস্তিত্বই আজ আর নেই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাতানব্বইয়ের সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অবিস্মরণীয় হয়ে আছে। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পরেই বাংলাদেশের ক্রিকেটে জোর হাওয়া লেগেছিল।
সেই আসরে ১৬ বছর বয়সী ফ্র্যাঙ্ক এনসুবুগা খেলেছিলেন পূর্ব ও কেন্দ্রীয় আফ্রিকা নামের এক দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের মতো এই দলটাও কোনো একক দেশ ছিল না। আইসিসির সহযোগী সদস্য পদ পাওয়া দলটা গড়া হয়েছিল উগান্ডা, জাম্বিয়া, তানজানিয়া, মালাউয়ি, ক্রিকেটারদের নিয়ে। দলও বিলুপ্ত হয়ে গেলেও ক্রিকেট ছাড়েননি এনসুবুগা।
১৯৯৭ সালে এনসুবুগার সঙ্গে সেই টুর্নামেন্টে খেলেছিলেন বাংলাদেশের খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, আকরাম খানরা। ক্রিকেট ক্যারিয়ারের সেই কবে ইতি টেনে কেউ এখন কোচ তো কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কিন্তু ক্রিকেটের মাঠে টিকে আছেন এনসুবুগা। তার দেশের গৌরবোজ্জ্বল অধ্যায়ের অংশ হয়ে গড়েছেন ইতিহাস।
আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল উগান্ডা। এই যাত্রায় তারা হারিয়েছে জিম্বাবুয়ের মতো দলকে। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে
আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল উগান্ডা। সেই ম্যাচে অবশ্য দলে ছিলেন না এনসুবুগা। দলে ফিরলেন পাপুয়া নিউগিনির বিপক্ষে। আর মাঠে নেমেই গড়েছেন ইতিহাস।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এনসুবুগা। ৪৩ বছর বয়সে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ওমানের আমির কালিমুল্লাহর, যিনি ২০১৬ সালে ৪২ বছর বয়সে বিশ্বকাপে খেলেছিলেন।
এনসুবুগার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং উগান্ডার ক্রিকেটের জন্যও একটি বড় মাইলফলক। উগান্ডা ক্রিকেট বোর্ডের সভাপতি জ্যাকব মুলিয়েন্দো বলেছেন, "এনসুবুগার এই সাফল্য আমাদের জন্য গর্বের। তার অভিজ্ঞতা এবং প্রতিজ্ঞা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week