সাধারণত বড় দিনের ছুটিটা নিজ শহর রোজারিওতেই কাটাতে পছন্দ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এবারের রোজারিও সফরের উদ্দেশ্য অবশ্য শুধুই ছুটি কাটানো নয়। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ছোটবোনের বিয়ের আয়োজনও হচ্ছে এবার রোজারিওতে এই সময়েই।সম্প্রতি রোজারিওর একটি গির্জায় মেসির শ্যালিকা কার্লা রোকুজ্জোর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সাক্ষী হতে তিন সন্তানকে নিয়ে উপস্থিত ছিলেন মেসি ও রোকুজ্জো পরিবার। তবে বিয়ের উৎসবে মেসি যোগই দিতে পারেননি।আর্জেন্টাইন সুপারস্টারকে একনজর দেখতে ভক্তদের ভিড় এত বেশি ছিল, শেষপর্যন্ত মূল অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি মেসির। গোপনীয়তা রক্ষা করে ঘনিষ্ঠদের সঙ্গেই কেবল আনুষ্ঠানিকতা সেরেছেন ইন্টার মায়ামি এ তারকা। এদিন আর্জেন্টিনার জনপ্রিয় রক ব্যান্ড দল ‘লস টোটোরা’র সদস্যদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মেসিকে।
1 month, 2 weeks
2 months, 2 weeks
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week