প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 9, 2024, 11:13 a.m.রাজধানীর বিভিন্ন হাসপাতালে দালাল বিরোধী অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৫৮ দালালকে আটক করেছে র্যাব। তারা নানান ভাবে রোগীদের জিম্মি করে অর্থ আত্মসাৎ করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সর্বোচ্চ ১ মাসের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) পাঠানো হয়।ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে, বহর্বিভাগে অভিযান চালিয়ে এসব দালালদের আটক করে র্যাব-৩ এর সদস্যরা।এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেলে রোগীদের জিম্মি করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, সে সিন্ডিকেট নিয়ে ডিজি মহোদয় এবং স্বাস্থ্যমন্ত্রী দালাল চক্র ধরতে নির্দেশনা দেন। এ পর্যন্ত ৬০ থেকে ৬৫ জন দালাল ধরতে সক্ষম হয়েছি। এদের মধ্যে ৫৮ জনকে ১৫ থেকে এক মাস করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এরা বিভিন্ন ওয়ার্ডে, জরুরি বিভাগে, বহির্বিভাগে, ব্লাড ব্যাংকে রোগীদেরকে জিম্মি করতো। আবার মেডিকেলের ভেতরে অসহায় রোগীদেরকে জিম্মি করে সিট পাইয়ে দেয়ার জন্য লেনদেন করতো।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week