উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি: রুহুল কবির রিজভী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 8, 2024, 6:44 p.m.
উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটিই আমাদের দলীয় সিদ্ধান্ত। তাই দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অতীতের মতোই ওইসব নেতাদের দল থেকে বহিস্কার করা হবে বলেও জানান তিনি।সোমবার  বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুরে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতীনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন বিএনপির ওই কেন্দ্রীয় নেতা।সময় তার সঙ্গে ছিলেন-বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির নেতা শহিদুর রহমান শহিদ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।এর আগে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামস্থ বাড়িতে যান রুহুল কবির রেজভী। 


আরও পড়ুন