প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 30, 2024, 1:10 p.m.উদ্বোধনের দিনে প্রথম ২৭ মিনিটের মধ্যেই শাওমির এই মডেলের গাড়ি তৈরির ক্রয়াদেশ ৫০ হাজার ইউনিট ছাড়িয়ে গেছে।বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করল চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। গত বৃহস্পতিবার শাওমি চীনের রাজধানী বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে নিউ স্পিড আলট্রা ৭ (এসইউ ৭) মডেলের গাড়ির বাজারজাত কার্যক্রম শুরু করেছে। টেসলার একই মডেলের গাড়ির চেয়ে শাওমির এই মডেলের গাড়ির দাম চার হাজার ডলার কম রাখা হয়েছে।পোরশে ও টেসলার মতো স্বপ্নের গাড়ি বাজারে নিয়ে আসতে চায় শাওমি। সেরা গাড়ি বানাতে হলে এই দুটি কোম্পানির কাছ থেকে শেখা উচিত বলে তিনি মনে করেন।শাওমির এসইউ ৭ মডেলের বৈদ্যুতিক গাড়ির মাইলেজ ৭০০ কিলোমিটার; টেসলার মডেল ৩-এর চেয়ে তা বেশি বলে জানান লেই জুন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week