প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 13, 2024, 10:16 p.m.মানিকগঞ্জের বিখ্যাত সংগীতশিল্পী বিউটি আচার্যকে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মাননা শুক্রবার (১২ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিউটি আচার্য মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১৫ জন গুণী শিল্পীকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
অন্যান্য সম্মানিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: মো. আবুল বাশার আব্বাসী (লোক সংস্কৃতি), রতন কুমার সাহা (কণ্ঠসংগীত), আবুল ইসলাম শিকদার (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), মো. তসলিম উদ্দীন (যন্ত্রসংগীত), রুমানা ইসলাম (কণ্ঠসংগীত), মো. হাকিম উদ্দীন (লোক সংস্কৃতি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম এবং অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য দীপক কুমার ঘোষ, একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী সাইদুর রহমান বয়াতি এবং বিশিষ্ট শিশু সংগঠক ও সমাজকর্মী ইকবাল হোসেন কচি।
বক্তারা বলেছেন যে, এই সম্মাননা হলো শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক চেতনায় সুস্থধারার সৃজনশীল বিকাশের অন্যতম মাধ্যম। এটি আশা করা হচ্ছে যে, সম্মানিত ব্যক্তিদের পথ ধরে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা আরও বিকাশ লাভ করবে। এই সম্মাননা বিউটি আচার্যের জন্য একটি গৌরবের বিষয় এবং তার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি। তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করতে এবং নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week