ব্রাজিলের বিপক্ষে চমক দিয়ে স্পেনের দল ঘোষণা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 16, 2024, 2:10 p.m.
ব্রাজিলের বিপক্ষে চমক দিয়ে স্পেনের দল ঘোষণা

আগে থেকেই জানা ছিল শুক্রবার (১৫ মার্চ) দল ঘোষণা করবে স্পেন। যাদের হয়ে খেলার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ। তবে তিনি হয়তো ইতিবাচক কোনো ইঙ্গিত না পাওয়ায় মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমবারের মতো তাকে নিয়ে দল ঘোষণা করে মরক্কো। দিয়াজের জায়গা হবে না সেটি তখনই জানা গিয়েছিল, তবে এবার ১৭ বছর বয়সী এক ডিফেন্ডারকে প্রথম জাতীয় দলে ডেকেছে স্পেন।বছরের প্রথম আন্তর্জাতিক লড়াইয়ে নামছে স্পেন জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচ হলেও এই লড়াইকে তারা আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে। চলতি মার্চেই স্প্যানিশরা মোকাবিলা করবে দুই লাতিন আমেরিকান দেশ ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে। আসন্ন ম্যাচ দুটির জন্য চমক রেখে স্পেন স্কোয়াড ঘোষণা করেছে।


আরও পড়ুন