প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 25, 2024, 8:42 p.m.চিকিৎসকরা অতিরিক্ত কিংবা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা, তা নজরে রাখতে প্রেসক্রিপশন অডিট শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর।
তিনি বলেছেন, কোনো ডাক্তার যদি ওষুধ সম্পর্কিত জ্ঞানে আপডেট না থাকে, অথবা ওভার প্রেসক্রিপশন করে, তাহলে তার লাইসেন্স বাতিলের মতো আইনের পরিবেশ তৈরি করা হবে।
আহমেদুল কবীর আরও বলেন, "হেলথ সিস্টেমে আমাদেরই কেউ না কেউ ডাক্তার। ডাক্তার নৈতিক না হলে ডিজাস্টার বাড়বে। তারা যেন নৈতিক থাকে, সে ব্যবস্থা নিতে হবে। হাজার হাজার হাসপাতাল তৈরির চেয়ে জনগণের চিকিৎসা ব্যয় কমানো বেশি জরুরি। এ খাতকে ঢেলে সাজাতে হবে। পুরো সিস্টেম নিয়েই কাজ করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "কোনো নির্দিষ্ট পেশাকে ভিক্টিম করে আগোনো সম্ভব নয়। আগামী ১০ বছর পর দেশের ওষুধ শিল্পের উন্নতি দেখতে চাই। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ১০০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানী করছে। তবে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে ওষুধের দাম কম বলে মন্তব্য করেন তিনি।"
এই বিষয়ে অনুষ্ঠিত এক সংলাপে চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে নানা ধরনের স্বার্থমূলক সম্পর্কের বিষয় উঠে আসে। তবে, পুরো স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেন অন্যান্য বক্তারাও।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের এই পদক্ষেপটি সফল হলে জনগণের অপ্রয়োজনীয় ওষুধের ব্যয় কমবে এবং ওষুধের অপব্যবহার রোধে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week