প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 17, 2024, 4:44 p.m.প্রকাশনা বন্ধ থাকা বিএনপির মুখপত্র দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭১।ঢাকার শ্যামলীর স্পেশাললাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টায় তার মৃত্যু হয় বলে দিনকালের সাবেক বার্তা সম্পাদক আমিরুল ইসলাম কাগজী জানান। তিনি বলেন, “রেজওয়ান সিদ্দিকী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত। একজন পেশাদার সাংবাদিক, সম্পাদক, কলাম লেখককে হারালাম।”রেজোয়ান সিদ্দিকী তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, দুপুরের পর রেজোয়ান সিদ্দিকীকে রায়ের বাজার বুদ্দিজীবী কবরস্থানে দাফন করা হবে।রেজোয়ান সিদ্দিকী তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, দুপুরের পর রেজোয়ান সিদ্দিকীকে রায়ের বাজার বুদ্দিজীবী কবরস্থানে দাফন করা হবে।রেজওয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের এলাসিন গ্রামে। শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় তার সাংবাদিকতা পেশা শুরু হয়।দৈনিক বাংলা বন্ধ হওয়ার পরে দৈনিক দিনকালে একটানা কাজ করেন। পরে আমার দেশ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আবার দৈনিক দিনকালে ফের যোগ দিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week