টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 31, 2023, 1:34 p.m.
টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও ২ দিন বাড়িয়েছে বিএনপি। সে অনুযায়ী শুক্র ও শনিবারও এ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে সারা দেশে এক কোটির বেশি লিফলেট বিতরণ করেছে বলে জানিয়েছে দলটির দপ্তর। এই কর্মসূচিতে সাড়া পাওয়ায় ফের একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। নতুন বছরের শুরুতে ৩ থেকে ভোটের দিন ৭ জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূচিতে যাওয়া নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে ‘অসহযোগ’র মধ্যে হরতাল বা অবরোধ কর্মসূচি দিতে পারে। এ নিয়ে সমমনা ও ভোট বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলছেন দায়িত্বশীল নেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।বিএনপি ও সমমনা দলের নেতারা জানান, ‘ডু অর ডাই’ মনোভাব নিয়েই তারা টানা কর্মসূচিতে যেতে চান। একতরফা নির্বাচনের বিষয়ে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরি করতে পেরেছেন। এখন তারা ভোটকেন্দ্রিক আন্দোলন সফল করতে চান।  বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছিল বিএনপি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও ২ দিন বাড়বে। শুক্রবার এবং শনিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আরও পড়ুন