প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 16, 2024, 5:38 p.m.ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করেছেন। এদিকে, মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তারা বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত সড়ক অবরোধ করেছেন। এই অবরোধের ফলে বনশ্রী ও আবুল হোটেল এর মধ্যে গণপরিবহন দীর্ঘক্ষণ আটকে থাকছে। অন্যান্য সড়ক বন্ধ থাকা কারণে বিকল্প পথ হিসেবে হাতির ঝিলকেই বেছে নিচ্ছেন অনেকে।
সড়ক অবরোধের কারণে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন। এদিকে মেরুল বাড্ডা এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন এবং অন্যান্য সমাজসেবী কাজ করছেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। অন্যান্য সড়কের বাইরে থাকা কারণে রামপুরা থেকে কুড়িল ওয়ার্ল্ড রোড পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুর পর্যন্ত সড়কে যান চলাচল আংশিকভাবে চালু রয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week