প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 28, 2024, 6:57 p.m.আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র চলছিল। রোববার (২৮ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য লন্ডনে পলাতক তারেক রহমান শ্রীলঙ্কার স্টাইলেই প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার পরিকল্পনা করেছিলেন, যদি কারফিউ জারি না হতো। তিনি দাবি করেন, শ্রীলঙ্কার স্টাইলের হামলা এবং অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল তাদের।
এ সময় তিনি ড. ইউনূসেরও সমালোচনা করেন, উল্লেখ করে যে, ড. ইউনূস অতীতে গোপনে বিরোধিতা করলেও এখন প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি এই সহিংসতা এবং ড. ইউনূসের বিবৃতির মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনা করার কথাও বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর কারফিউ দেয়ার সিদ্ধান্তের পর সেনাবাহিনী সড়কে নামলেও কোথাও গুলি চালানো হয়নি। অথচ হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ আনা হচ্ছে।
তিনি প্রধানমন্ত্রীর হতাহতদের দেখতে যাওয়ার প্রশংসা করে বলেন, শেখ হাসিনা বিবেক ও হৃদয়ের টানে হাসপাতাল পরিদর্শন করছেন, এটি মায়াকান্নার জন্য নয়। বঙ্গবন্ধুর মতো মানবতার জন্য কাজ করার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের হামলাকারীরা দেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া। বাংলাদেশের নিরাপত্তার জন্য এই অপশক্তি বিতাড়িত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দুস্থদের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও লবণ এবং ১ লিটার তেল বিতরণ করা হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week