ফরিদপুরের ওর স্যালাইন তৈরির কারখানায় সিলগালা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 15, 2024, 12:31 a.m.
ফরিদপুরের ওর স্যালাইন তৈরির কারখানায় সিলগালা

রাত প্রায় সাড়ে ৮টা, বাইরে থেকে তালাবদ্ধ শার্টার। অভ্যন্তরে তৈরি হচ্ছে নকল খাবারের স্যালাইন। একই সময়ে হাজির ভ্রাম্যমান আদালত। অনেকক্ষন শার্টারে ধাক্কা ধাক্কি করার পর এক পর্যায়ে খোলা হয় রুপা ফুড প্রোডাক্টস নামে একটি ফ্যাক্টরির তালাবদ্ধ শার্টার। অভ্যন্তরে ঢুকে দেখা গেল,নকল খাবারের স্যালাইন তৈরি করা হচ্ছে।এই সময়ে ভ্রাম্যমাণ আদালত কারখানা ও গোডাউন সিল করে দেয়। সাথে সাথে নকল পণ্যের উৎপাদনে দুই লাখ টাকা জরিমানা করে।

মঙ্গলবার (১৪ মে) রাতে গোপন সংবাদে, জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে, একটি দল ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালায়।

কারখানায় তৈরি হচ্ছিল খাবারের স্যালাইন। স্যালাইনের মোড়ক সেই আসল মোড়কের অনুরূপ। প্যাকেটে মেয়াদ এর তারিখ ঠিকমতো লেখা ছিল না। এছাড়াও সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাবার তৈরি  এবং প্যাকেটজাত করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিল করে দিয়েছিলেন এবং দুই লাখ টাকা জরিমানা লাগানো হয়েছিল। তখন জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে সহায়তা করেছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে কানাইপুরের রুপা ফুড প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল। নকল খাবারের স্যালাইন তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়েছিল। এবং সেখানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আরও পড়ুন