আম্বানির অনুষ্ঠানে এক মঞ্চে তিন খান

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 3, 2024, 11:34 p.m.
আম্বানির অনুষ্ঠানে এক মঞ্চে তিন খান

অনুষ্ঠানের প্রথম দিনে সেখানে পারফর্ম করেছেন আন্তর্জাতিক পপ তারকা রিয়ান্না। তবে দ্বিতীয় দিনে মঞ্চ দখল নিলেন বলিউডের তিন খান। এদিন এক মঞ্চে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমির খানকে। শুধু তাই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেনও তারা। একে অন্যের সিগনেচার স্টেপও করলেন একসঙ্গে।এ সময় একই রঙের পোশাক ছিল শাহরুখ-সালমানের। দুজনই আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা পরেছিলেন। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা। একসঙ্গে তিন খানের নাচের ভিডিও এখন অনলাইনে ভাইরাল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানের তালে নেচেছেন তারা। তাদের সঙ্গে মঞ্চে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণকেও দেখা গেছে।


আরও পড়ুন