ফুডপ্যান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 16, 2024, 10:18 p.m.
ফুডপ্যান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

আজ মঙ্গলবার বিসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের করা অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়’ ফুডপ্যান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আরোপের ক্ষেত্রে এই অপরাধ প্রথমবার ঘটার বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। এখন থেকে রেস্তোরাঁগুলোর সঙ্গে প্রতিযোগিতাবিরোধী কোনো চুক্তি না করার জন্য ফুডপ্যান্ডাকে বলা হয়েছে। পাশাপাশি ফুডপ্যান্ডার ‘কর্তৃত্বময় ও একচেটিয়া অবস্থানের অপব্যবহার রুখতে’ নির্দেশনা দিয়েছে বিসিসি।প্রতিযোগিতা কমিশনের দেওয়া আদেশের ব্যাপারে ফুডপ্যান্ডা বাংলাদেশ  জানিয়েছে, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাম্প্রতিক আদেশ সম্পর্কে ফুডপ্যান্ডা অবহিত রয়েছে। আইন ও বিধির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আমাদের পর্যবেক্ষণ অনুসারে, যেসব তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ফুডপ্যান্ডার অবস্থান সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমরা এ আদেশ পর্যালোচনা করছি।’


আরও পড়ুন