পটুয়াখালীতে বোরকা পরা রহস্যময় ব্যক্তিকে খুঁজছে পুলিশ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 16, 2024, 7:45 p.m.
পটুয়াখালীতে বোরকা পরা রহস্যময় ব্যক্তিকে খুঁজছে পুলিশ

পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর শহরে বোরকা পরে ঘোরাঘুরি করা এক রহস্যময় ব্যক্তিকে খুঁজছে পুলিশ। রোববার (১৬ জুন) সকালে পৌর শহরের গোলাবাড়ি এলাকায় বেইলি ব্রিজের ঢালে বোরকা পরিহিত অবস্থায় ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সকালে ২ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি বেইলি ব্রিজের ঢালে বোরকা পরে ঘোরাঘুরি করা একজন পুরুষের সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকার বাসিন্দা জাকির হোসেন ওই ব্যক্তিকে উদ্ধার করে পালিয়ে যেতে সহায়তা করেন। ঘটনার জের ধরে এলাকায় চুরি-ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তি এবং জাকির হোসেনের খোঁজখবর নেয় এবং জাকিরকে থানায় ডেকে পাঠানো হয়। তবে রাত ৮ টা পর্যন্তও তিনি থানায় যোগাযোগ করেননি।

প্রত্যক্ষদর্শী সোহান খান জানান, সম্প্রতি বাউফলে অনেক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে, এবং এই বোরকা পরিহিত ব্যক্তির বিষয়টি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ঈদের আগের দিন বোরকা পরে ঘোরাঘুরি করা ব্যক্তির বিষয়টি সন্দেহজনক এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন জানান, এলাকায় নিরাপত্তার কোন শঙ্কা নেই, এবং বোরকা পরে ঘোরাঘুরি করা ব্যক্তি সম্ভবত মানসিক ভারসাম্যহীন হতে পারে। বিকেলের মধ্যে তার পরিচয় জানা যাবে।


আরও পড়ুন