মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে রিয়ান্না নিলেন ৯৮ কোটি টাকা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 2, 2024, 6:26 p.m.
মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে রিয়ান্না নিলেন ৯৮ কোটি টাকা

জমকালো বিয়ের অনুষ্ঠানে গাইতে ভারতে এসেছেন পপতারকা রিয়ান্না। গতকাল ভারতের গুজরাটের জামনগরে পৌঁছান গায়িকা রিয়ান্না। রিহার্সেল শুরু করেছে তার টিম।আজ থেকে প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য পপতারকা রিয়ান্না ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭-৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।এশিয়ার শীর্ষ ধনী ও ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির তিন সন্তান আকাশ-ইশা-অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়েছে। বাকি ছিল ছেলে অনন্ত আম্বানি।


আরও পড়ুন