প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 23, 2024, 7:53 p.m.'তুফান' সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমার গল্প, অভিনয়, গান সবকিছুই দর্শকদের মন জয় করেছে। এই সিনেমায় প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন শাকিব খান এবং চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী শাকিব খানকে মানুষ হিসেবে অসাধারণ বলে মনে করেন। তিনি বলেন, "এর আগে উনার সাথে দেখা হয়েছে কিন্তু খুব অল্প সময়ের জন্য। এবার আমাদের একসাথে দুজনকে ভালোভাবে চেনার সুযোগ হয়েছে। শাকিব খান এক কথায় অসাধারণ একজন মানুষ। সেদিনের কথাই যদি বলতে হয় আমরা 'তুফান'-এর সংবাদ সম্মেলনে গিয়েছিলাম আমাকে দেখেই উনি নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসলেন আমার পাশে। খাবার অর্ডার দিলেন দুজনের জন্যই।"
অভিনেতা হিসেবেও শাকিব খানের প্রশংসা করেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, "শাকিব খান যে বড় মাপের অভিনেতা তা আমি আরও আগে থেকেই অনেক ডিরেক্টরকে বলে আসছি। উনি এফডিসি কেন্দ্রিক সিনেমার বাইরেও যে অসাধারণ করবেন তাও আমি বলেছি অনেকবার। 'তুফান' শাকিব খান ছাড়া আসলে বেমানানই হতো। এমনটা সিনেমাটির নির্মাতা রায়হান রাফী ও বলছে শুরু থেকেই।"
'তুফান' সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিল, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু, মিমি চক্রবর্তী প্রমুখ। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। চঞ্চল চৌধুরীর মতে, "'তুফান' বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইলফলক।"
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week