কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া যাবে কি?

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 20, 2024, 1:41 p.m.
কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া যাবে কি?

অনেক মসজিদের কার্পেট এবং জায়নামাজে পবিত্র কাবার ছবি থাকে। মসজিদে আসা-যাওয়ার সময় কাবার ছবির ওপর নামাজিদের পা পড়ে। অনেকে আবার কাবার ছবির ওপর বসে থাকে। এসব ছবির ওপর পা পড়লে এবং বসলে কি গুনাহ হবে কিনা এমন প্রশ্ন জাগে অনেকের মনে।এমন প্রশ্নের জবাবে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, কাবা ও মসজিদে নববী ইত্যাদির ছবিযুক্ত জায়নামাজ পরিহার করা উচিত। কারণ এসবের উপর পা রাখা কাবার অবমাননার পর্যায়ে পড়ে। তবে জায়নামাজে থাকা কাবা বা মসজিদে নববির ছবিতে পা পড়লে এবং কাবা শরিফের ছবির ওপর বসলে গুনাহ হবে না।আর ইসলামের নিদর্শনাবলীকে সম্মান করতে বলা হয়েছে। তাই এসব ছবিযুক্ত জায়নামাজ পরিহার করা উচিত। হাদিসঃ (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৭/১১১, ফতোয়া তাতারখানিয়া : ২/৩৭, ফতোয়া কাসেমিয়া : ৭/৩৮৭)


আরও পড়ুন