ঘুরতে যাওয়া হল না কাস্টমস কর্মকর্তার

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 2, 2024, 1:02 p.m.
ঘুরতে যাওয়া হল না কাস্টমস কর্মকর্তার

স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

তারা হলেন- শুল্ক সহকার‌ী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তাঁর স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তা‌দের সন্তান ফাইরুজ কাশেম জামিরা। নিহত শাহজালাল এর শশুর জানান, আমার মেয়ে স্বামী ও সন্তানকে নিয়ে কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় বসবাস করত। কক্সবাজারের রামুতে এবং পরে উখিয়ায় জানাজা শেষে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।

কক্সবাজারের সন্তান শাহজালাল উদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের পোর্টে কাস্টম ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। চাকরির সুবাদে থাকেন যশোর বেনাপোলে। বৃহস্পতিবার ছুটিতে ঢাকায় এসেছেন শ্বশুর বাড়িতে। সেখানে ছিলেন তার স্ত্রী এবং মেয়ে। বৃহস্পতিবার পরিবার নিয়ে বের হয়েছেন ঘুরতে। রাতে ডিনার করতে গিয়েছিলেন রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁয়। কে জানতো এটাই তাদের শেষ যাত্রা। সেখানে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে অগ্নিকাণ্ডে মারা যান তিনজনই।শাহজালাল উখিয়া উপজেলাধীন হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেজ সন্তান। শাহজালাল উদ্দিনের বড় ভাই শাহ জাহান সাজু হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।উখিয়ার একই পরিবারের ৩ জনের মৃত্যুতে ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আরও পড়ুন