প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 12, 2024, 2:53 a.m.ভারতের মুম্বাইতে আগামীকাল ১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে অনুষ্ঠিত হবে। এই বিয়ে ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে নানা প্রস্তুতি। মুকেশ আম্বানির পরিবার বিয়ের উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে বিদেশ থেকে আসা বিশিষ্ট অতিথিদের (বরযাত্রী) অবস্থানে পৌঁছানো যায়।
মুকেশ আম্বানির পরিবার ৩টি ফ্যালকন-২০০০ জেট ভাড়া করেছেন যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিতে পারেন। এই বিশেষ ধরনের চার্টারড বিমানের প্রতি ঘণ্টার ভাড়া হল ৭ লাখ ২০ হাজার রুপি।
এয়ার চার্টার কোম্পানি ক্লাব ওয়ান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজন মেহরা জানিয়েছেন, "আম্বানি পরিবার বিয়ের আসরে বিশিষ্ট অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আমাদের কোম্পানি থেকে তিনটি ফ্যালকন-২০০০ বিমান ভাড়া করেছে। অতিথিরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং প্রতিটি বিমান সারা দেশে একাধিক ট্রিপ করবে।"
তিনি আরও বলেছেন, "শুধু এই তিনটি জেটই নয়, আরও ১০০টি বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।" মুম্বাইয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের বান্দ্রা কুরলা সেন্টারে (বি.কে.সি.) জিও ওয়ার্ল্ড সেন্টারে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week