কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 17, 2024, 1:14 p.m.
কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পাঁচ যাত্রী মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা।ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি লাইন থেকে ছিটকে পড়ে যায়। ওই রেল পথের তেজের বাজার এলাকার আপ লাইনের ২০৮ নম্বর ব্রিজের কাঠের স্লিপার ভেঙ্গে যাওয়ায় স্বজোরে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আরও পড়ুন