প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Dec. 27, 2023, 12:36 a.m.আগামী ৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন দায়িত্ব পালন করবে তারা। সেনাবাহিনী মাঠে থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ‘এটার (সেনাবাহিনী) মাঠে নামার সাথে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।তিনি বলেন, একটি দল নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। সে কারণে হয়তো ইসি মনে করেছে সশস্ত্র বাহিনী ভোটের নিরাপত্তায় থাকবে। প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী সমন্বয় করে আইনমতো ইসির নির্দেশ মেনে ভোটে দায়িত্ব পালন করবে। ভোটে আর্মি থাকবে।
ভোটে সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভোটের প্রচারে বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা যা ঘটছে। নিরাপত্তা বাহিনী তাদের সাধ্যমতো চেষ্টা করছে। নির্বাচনের প্রচারের পরিবেশ ভালো আছে।
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে জানিয়ে মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে যাবে। সংখ্যা এখনো ঠিক হয়নি, তবে সংখ্যা অনেক।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week