প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 24, 2024, 1:18 a.m.ফিলিস্তিনের গাজায় যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। জার্মানি জানিয়েছে, পরোয়ানা জারি হলে তারা নেতানিয়াহুকে গ্রেফতার করবে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু জার্মান সফরে গেলে তাকে গ্রেফতার করা হবে। জার্মানির এই সিদ্ধান্তে ইসরাইল ক্ষোভ প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ফ্রান্স ও নরওয়েও আইসিসির নির্দেশনা মেনে চলবে।
ইসরাইলের ১২ টিভি চ্যানেল জানিয়েছে, আইসিসির তিন বিচারক যদি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন, তাহলে তারা রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না।
আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু, গ্যালান্ট এবং হামাসের তিন নেতার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেছেন। এতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তীব্র ক্ষোভ প্রকাশ করেছে, যদিও তারা আইসিসির সদস্য নয়। ফিলিস্তিন সদস্য হওয়ায় আইসিসি জানিয়েছে, গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর বিষয়ে তাদের বিচারিক এখতিয়ার রয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week