প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 24, 2024, 11:13 p.m.জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদের চোটের আপডেট নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড।
চলতি মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচে দারুন বোলিং করেছিলেন তাসকিন। কিন্তু পঞ্চম ম্যাচের আগে অনুশীলনের সময় পেশিতে টান পড়ে তার। ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল।
পরীক্ষা-নিরীক্ষার পর চোট গুরুতর না হওয়ায় তাকে দলে রাখা হয়, তবে কবে সুস্থ হবেন তা নিশ্চিত করে বলতে পারেননি বোর্ড চিকিৎসকরা। বিশ্বকাপের শুরুর প্রথম ম্যাচ থেকে তাকে পাওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা।
কিন্তু শুক্রবার (২৪ মে) পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিনের ইনজুরির সবশেষ তথ্য জানিয়েছে বিসিবি। সূত্রের খবর, সুস্থ হয়ে উঠেছেন তাসকিন। স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পাননি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন টাইগার পেসার।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলছে দল। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সিরিজে খেলানো হয়নি তাসকিনকে। তবে দলের সাথেই আছেন তিনি।
এই খবরে নিঃসন্দেহে খুশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপে টাইগারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তাসকিন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week