নড়াইলে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 1, 2024, 12:34 a.m.
নড়াইলে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তরা ধাওয়া করে আনিচ শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার কলাবাড়িয়া চর কান্দিপাড়া এলাকার টুকু মোল্লার ইটভাটায়।

নিহত আনিচ শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মোশা শেখের ছেলে এবং কলাবাড়িয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য সোহেল শেখের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আনিচ শেখ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী জিন্নাতের মুদি দোকানে যান। কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলে ১০ থেকে ১৫ জনের একটি দুর্বৃত্ত দল তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ির পাশের টুকু মোল্লার ইটভাটায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোমেলোভাবে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আনিচের মৃত্যু হয়।

নড়াগাতী পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন সময় সংবাদকে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"


আরও পড়ুন