প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 17, 2024, 4:03 p.m.গতকাল শুক্রবার সকালে হোম অব ক্রিকেটের সবুজ গালিচা রূপ নেয় লাল গালিচায়। প্রেসবক্স প্রান্তের দিকে মুখ করে বানানো হয় স্টেজ। সেখানেই বিসিবি-রবির সাড়ে তিন বছরের ‘নতুন সংসার’ শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০২৭ সালের জুলাই পর্যন্ত বিসিবিকে ৫০ কোটি টাকা দেবে রবি। চলতি মাস থেকেই চুক্তির মেয়াদ গণনা শুরু হবে। ৯ বছর আগে দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সঙ্গেই চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল প্রায় ৬১ কোটি টাকায়। কিন্তু এবার সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো ৫০ কোটি টাকার। চুক্তির শর্ত অনুসারে প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী ব্র্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week