প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 13, 2024, 9:55 p.m.স্থানীয় সরকার বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায়) সচিব আবু হেনা মোরশেদ জামান বলেছেন, সফল হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আইসিটি বিষয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। আজ শনিবার (১৩ জুলাই) সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আইসিটি প্রোগ্রামিং ও ভাষা নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় ২৫টি স্কুল ও কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, "এখন অনেকেই আমার কাছে তাদের জেলার উন্নয়নের জন্য অনেক কিছু চায়। এক সময় সবাই আপনাকে প্রশ্ন করবে।"
তিনি আরও বলেন, "আগে নিজেকে বদলাতে হবে। আমাদের চারপাশে কী ঘটছে সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আপনি যদি ফেসবুক এবং টিকটকে ছবি বা ভিডিও আপলোড করেন, আপনাকে সতর্ক থাকতে হবে। এই ফেসবুক-টিকটকের কারণে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন এবং ভবিষ্যতেও তা ঘটবে। তাই কিছু আপলোড করার আগে চিন্তা করা ভাল।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুল ইসলাম, এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া দিনব্যাপী কর্মশালায় বুয়েট ও চুয়েটের তিনজন সদ্য উত্তীর্ণ প্রকৌশলী বিভিন্ন পর্যায়ে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে ১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week