পৃথিবীর মতই দ্বিতীয় পৃথিবীর সন্ধান

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 15, 2024, 2:22 p.m.
পৃথিবীর মতই দ্বিতীয় পৃথিবীর সন্ধান

বিশাল এই জগতে পৃথিবীই একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে? এই নিয়ে নানা মুনির নানা মত। নানা চিন্তাভাবনা, নানা ব্যাখ্যা। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে দীর্ঘ গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। পৃথিবীর সঙ্গে সাযুজ্যের জন্য আপাতত কেপলার ৪৫২বি গ্রহটিকেই ‘দ্বিতীয় পৃথিবী’ বলে মনে করছেন বিজ্ঞানীরা।আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ নিশ্চিত করেছে, পৃথিবীর মতোই বাসযোগ্য একটি গ্রহ সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সেই নক্ষত্রের নাম কেপলার ৪৫২। পৃথিবীর এই যমজগ্রহের অন্য একটি নামও রেখেছেন বিজ্ঞানীরা। নাম দেওয়া হয়েছে ‘আর্থ ২.০’।কেপলার অভিযানের সময় ‘আর্থ ২.০’-এর খোঁজ পেয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। কেপলার অভিযান হল পৃথিবীর মতো গ্রহ আবিষ্কারের জন্য নাসার প্রচেষ্টা৷ কেপলার-৪৫২বি পৃথিবীর থেকে প্রায় ৬০ শতাংশ বড়। সূর্যকে ৩৬৫ দিনে এক বার প্রদক্ষিণ করে পৃথিবী। অন্য দিকে কেপলার-৪৫২বি নিজের ‘সূর্য’ কেপলার-৪৫২-কে প্রদক্ষিণ করে ৩৮৫ দিনে। অর্থাৎ, পৃথিবীর চেয়ে মাত্র ২০ দিন বেশি।


আরও পড়ুন