ছয় মাসে ৫০০ বাড়িঘর ও ৩০০ বিঘা জমি বিলীন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 19, 2024, 3:43 p.m.
ছয় মাসে ৫০০ বাড়িঘর ও ৩০০ বিঘা জমি বিলীন

জেলা প্রশাসন বালুমহাল ঘোষণা করে ইজারা দেওয়ায় বৈধতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করছে। নদীভাঙনের শিকার গ্রামবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর মধ্যে আবার বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছেনদীভাঙনের শিকার গ্রামবাসী বলছেন, ইজারাদারকে যে শর্ত বেঁধে দেওয়া হয়, একবার ইজারা হাতিয়ে নিতে পারলে তারা তা আর মানেন না। বৈধতার সুযোগ নিয়ে দিনরাত নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হয়। প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা করলেও বালু উত্তোলন বন্ধ হয় না।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ এপ্রিল প্রথম সারিয়াকান্দিতে যমুনার বুকে বালুমহাল ইজারা দেওয়া হয়। সে সময় কর্নিবাড়ী ইউনিয়নের নাড়াপালা মৌজার বালুমহাল থেকে ৪০ লাখ ঘনফুট বালু এবং বোহাইল ইউনিয়নের কালিয়ান মৌজার বালুমহাল থেকে ৭২ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কিন্তু ইজারাদাররা ইজারার শর্ত ভঙ্গ এবং নিয়মনীতি লঙ্ঘন করে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করে বলে অভিযোগ।


আরও পড়ুন