আলী হাসানের ‘প্রতারণার ফাঁদ’

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 11, 2024, 6:42 p.m.
আলী হাসানের ‘প্রতারণার ফাঁদ’

‘ব্যবসার পরিস্থিতি’ গানের কথা নিশ্চয়ই সবার মনে আছে। গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান তরুণ গায়ক আলী হাসান। শুরু থেকে সচেতনামূলক গান কণ্ঠে তুলছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার আলী হাসান নিয়ে এলেন সচেতনামূলক আরও একটি গান। শিরোনাম ‘প্রতারণার ফাঁদ’। নতুন গান প্রসঙ্গে আলী হাসান বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি। গানে গানে এসব সচেতনার কথাই বলা হয়েছে। প্রতারণার ফাঁদে পড়ার আগে ভালো ভাবে জেনে নিন এবং দেখে আসুন “প্রতারণার ফাঁদ”। আশা করি, বরাবরের মতো এবারও আমার নতুন গানটি সবার পছন্দ হবে।’


আরও পড়ুন