আজ ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা দিবস

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 6, 2024, 8:52 p.m.
আজ ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা দিবস

১৯৪৫ সালের ৬ আগস্ট, যুক্তরাষ্ট্র হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে। আজ সেই ভয়াবহ হিরোশিমা দিবসের ৭৯তম বার্ষিকী পালিত হচ্ছে। জাপান দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করছে এবং বিভিন্ন স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজন করেছে।

 

এই পারমাণবিক আঘাতে শহরের আনুমানিক ৩৯ শতাংশ জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। সে সময় হিরোশিমার অধিকাংশ বাসিন্দা ছিল বেসামরিক, এবং অনেকেই নিহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্পের আওতায় দুটি পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল; প্রথমটি, ‘দ্য লিটল বয়’, ৬ আগস্ট হিরোশিমায় নিক্ষেপ করা হয়।

 

আমেরিকান ‘বি-২৯’ বোমারু বিমানটি হিরোশিমা শহরের ওপর বোমাটি ফেলেছিল। এই ভয়াবহ আঘাতে শহরের আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ তাত্ক্ষণিকভাবে নিহত হয়। শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়।

 

এই ঐতিহাসিক ঘটনা বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে একটি নৃশংস এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে। হিরোশিমা দিবস আজও বিশ্বের শান্তি ও অস্ত্রবিহীনতার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে উদযাপিত হয়।


আরও পড়ুন