প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 27, 2024, 4:26 p.m.পাকিস্তানের লাহোর শহরের আচারা মার্কেটের এক রেস্টুরেন্টে খেতে এসেছিলেন এক যুগল। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। নারীর পোশাকে ছিল আরবি ভাষায় লেখা কিছু শব্দ। তাতেই তেড়ে আসেন রেস্টুরেন্টের কয়েকজন। পোশাকটিতে আরবি অক্ষরে "হালওয়া" শব্দটি মুদ্রিত ছিল। যার অর্থ আরবিতে সুন্দর। বিক্ষোভকারীদের দাবি, নারীর পোশাকে লেখা রয়েছে কোরআনের আয়াত। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে, হামলার শিকার হয়ে যেতে পারতেন ওই নারী ও সঙ্গে থাকা তার স্বামী।পরে অবশ্য ওই নারী প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। পাকিস্তানে ব্লাসফেমির শাস্তি মৃত্যুদণ্ড। কিছু লোককে তাদের মামলার বিচারের আগেই পিটিয়ে হত্যা করা হয়েছে। উন্মত্ত জনতার হাত থেকে পাকিস্তানী নারীকে রক্ষা করতে স্থানীয় থানায় ফোন যেতেই ছুটে আসেন এএসপি সায়েদা শেহরবানু নকভি ও পুলিসের একটি বিশাল টিম। তাকে দেখেই আরও তেতে ওঠে জনতা। তারা দাবি করতে থাকে আরবি লেখা পোশাক খুলতে হবে ওই নারীকে। তবেই বাইরে বের হতে দেওয়া হবে। সায়েদা বানু গিয়ে দেখেন কোরআনের কোনও আয়াত নয়। লেখা রয়েছে কিছু আরবি শব্দ। শুনে কিছুটা হলেও শান্ত হয় জনতা।তারা আসার সময় প্রায় ৩০০ লোক রেস্টুরেন্টের বাইরে ভিড় করেছিল।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week